Prime number and composite number
Prime Number: শুধুমাত্র ২টি ডিভিজর (গুণনীয়ক) থাকে। ১ এবং সেই সংখ্যাটি নিজে। যেমনঃ ২,৩,৫,৭... ২ সংখ্যাটির ২টি ডিভিজর (গুণনীয়ক) রয়েছে। ১,২ [ ১ এবং ২ নিজে ]। তাই ২ একটি প্রাইম বা মৌলিক সংখ্যা। ৩ সংখ্যাটির ২টি ডিভিজর (গুণনীয়ক) রয়েছে। ১,৩ [ ১ এবং ৩ নিজে ]। তাই ৩ একটি প্রাইম বা মৌলিক সংখ্যা।
Composite Number: ১ এবং সেই সংখ্যাটি ছাড়া কমপক্ষে ১টি ডিভিজর (গুণনীয়ক) থাকে। যেমনঃ ৪,৬,৯,১০... ৪ সংখ্যাটির ৩টি ডিভিজর (গুণনীয়ক) রয়েছে। ১,২,৪। ১ এবং ৪ নিজে বাদেও আরো ১টি ডিভিজর আছে, তাই এটি একটি কম্পজিট বা যৌগিক নাম্বার। ৬ সংখ্যাটির ৪টি ডিভিজর (গুণনীয়ক) রয়েছে। ১,২,৩,৬। ১ এবং ৬ নিজে বাদেও আরো ২টি ডিভিজর আছে, তাই এটি একটি কম্পজিট বা যৌগিক নাম্বার।
Last updated