Math Operators
Computer যেহেতু একটি গণনা করার যন্ত্র তাই আমাদের জানতে হবে কীভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা গণনার কাজটি করতে পারি তা দেখবো। গণনা করার জন্য সি (C) প্রোগ্রামিং এ রয়েছে Math Operators. আসুন , এই বিষয়ে জেনে নিই ।
যোগ ( Addition) : + অপারেটর
এর সাহায্যে আমরা দুই বা ততোধিক সংখ্যা যোগ করতে পারি । এর জন্য ভ্যারিয়েবল গুলোর মধ্যে এই অপারেটর ব্যবহার করে ।
বিয়োগ ( Subtraction ) : - অপারেটর
এর সাহায্যে আমরা দুই বা ততোধিক সংখ্যা বিয়োগ করতে পারি । এর জন্য ভ্যারিয়েবল গুলোর মধ্যে এই অপারেটর ব্যবহার করে ।
গুণ ( Multiplication ) : * অপারেটর
এর সাহায্যে আমরা দুই বা ততোধিক সংখ্যা গুণ করতে পারি । এর জন্য ভ্যারিয়েবল গুলোর মধ্যে এই অপারেটর ব্যবহার করে ।
ভাগ ( Division) : /
অপারেটর
এর সাহায্যে আমরা দুইটি সংখ্যা ভাগ করতে পারি । এর জন্য ভ্যারিয়েবল গুলোর মধ্যে এই অপারেটর ব্যবহার করে ।
এছাড়াও একটি বিশেষ অপারেটর রয়েছে যার সাহায্যে আমরা ভাগশেষ বের করতে পারি , এই অপারেটর কে মডিউলাস ( % ) অপারেটর বলা হয়ে থাকে। আমরা যদি লিখি ১৬ % ৩ তাহলে আন্সার আসবে ১। চলুন দেখে নেই কিভাবে ১ হলোঃ
৩ । ১৬ । ৫ -> ভাগফল | ১৫ | ---------------- ১ -> ভাগশেষ
ভাগশেষ : %
অপারেটর
এর সাহায্যে আমরা দুইটি সংখ্যা ভাগশেষ বের করতে পারি। এর জন্য ভ্যারিয়েবল গুলোর মধ্যে এই অপারেটর ব্যবহার করে । এক্ষেত্রে বাম সাইডে থাকে ভাজ্য এবং ডান সাইডে থাকে ভাজক।
Last updated