২১.৫ : কন্টাক্ট আস মডেল তৈরী
আজকে আসো আমরা আমাদের সেকেন্ড ছোটো মডেল লিখে ফেলি সেটা হচ্ছে contact_us মডেল। আমরা নরমাল কোনো একজন ইউজার এর নাম, ফোন নম্বর আর মেসেজ/প্রবলেম এই তিনটা ডাটা নিবো।
মডেল তৈরি করার পর সেটাকে admin.py এ রেজিষ্টার করবো আর migrations কমান্ড দিয়ে দিবো।
class ContactUs(models.Model):
name = models.CharField(max_length = 30)
phone = models.CharField(max_length = 12)
problem = models.TextField()
def __str__(self):
return self.nameযেহেতু মডেল তৈরি করেছি সো মাইগ্রেশন কমান্ড গুলা অবশ্যই দিতে হবে কিন্তু।
python manage.py makemigrations
python manage.py migrateএখন আসো একটা মজার জিনিস আমরা দেখে ফেলি সেটা হচ্ছে verbose_name মানে হচ্ছে এডমিন প্যানেল এ যখন আমাদের ContactUs মধ্যে দেখাবে সেখানে সেটা Contact Uss হয়ে যাবে আমরা চাই নাম টা যেনো Contact Us এভাবে থাকুক। সেজন্যে আমরা verbose_name নামে একটা বিল্ট ইন ভ্যারিয়েবল ইউজ করবো নিচের মত করে। যেহেতু ক্লাস এ এক্সট্রা characteristics অ্যাড করতেছি সেজন্যে class Meta দিতেই হবে আমাদেরকে।
class ContactUs(models.Model):
name = models.CharField(max_length = 30)
phone = models.CharField(max_length = 12)
problem = models.TextField()
def __str__(self):
return self.name
class Meta:
verbose_name_plural = "Contact Us"এখন তুমি যদি চাও যে আরো সুন্দর ভাবে টেবিল ফরম্যাট এ কন্টাক্ট us মডেল এর ডাটা দেখাতে তাইলে তোমাকে মডেল এডমিন ইউজ করতে হবে আর list_display নামে একটা লিস্ট এর মধ্যে বলে দিতে হবে যে কি কি ডাটা তুমি দেখতে চাও
from django.contrib import admin
from .models import ContactUs
# Register your models here.
class ContactModelAdmin(admin.ModelAdmin):
list_display = ['name', 'phone', 'problem']
admin.site.register(ContactUs, ContactModelAdmin)Last updated