২১.৪ : সকল app এবং সার্ভিস মডেল তৈরী
আজকে আসো আমরা আমাদের প্রজেক্ট আর প্রয়োজনীয় অ্যাপ গুলা তৈরি করে ফেলি। অ্যাপ কত গুলা তৈরি করতে হবে সেটা ডিপেন্ড করতেছে আমাদের টোটাল প্রজেক্ট এর ফিচার এর উপর। আগের ডকুমেন্টেশন টা যদি তুমি পড়ো তাইলে অলরেডি বুঝে গেছো আমাদের টোটাল কাজ গুলা কি কি আর কি কি অ্যাপ লাগবে সেটা করার জন্যে।
আমাদের অ্যাপ গুলা হচ্ছে
১. patient
২. doctor
৩. appointment
৪. service
৫. contact_us
নিচের কম্যান্ড গুলা ফলো করো
কাজ শেষে অবশ্যই settings.py এ app গুলার নাম এন্ট্রি করিয়ে নিবে
এখন আসো আমরা আমাদের অ্যাপ গুলার মধ্যে সবথেকে ছোটো অ্যাপ সার্ভিস এর জন্যে মডেল তৈরি করে ফেলি। সেখানে থাকবে
১. সার্ভিস এর নাম
২. সার্ভিস এর ডেসক্রিপশন
৩. সার্ভিস এর ইমেজ। ইমেজ গুলা আমরা সার্ভিস অ্যাপ এর মধ্যেই রাখবো। সেজন্যে upload_to এর মধ্যে service/images/ দিবো
নিচের কোড টা ফলো করো।
যেহেতু মডেল তৈরি করেছি সো মাইগ্রেশন কমান্ড গুলা অবশ্যই দিতে হবে কিন্তু।
যেহেতু আমরা মিডিয়া ফাইল নিয়ে কাজ করতেছি সো আমাদেরকে settings.py কে সেটাপ করতে হবে আর project এর urls.py কে সেটাপ করতে হবে। নিচের কোড টা খেয়াল করো।
settings.py
smart_care/urls.py
Last updated