৯.১ : অথেন্টিকেশন vs অথোরাইজেশন
Last updated
Last updated
আসো আজকে আমরা দারুন কিছু টপিক সম্পর্কে জানবো। ফার্স্ট এ আসো অথেনটিকেশন সম্পর্কে জানার চেষ্টা করি । অথেনটিকেশন মানে হচ্ছে user এর credential ভেরিফাই করে দেখা যে সে আমাদের কোনো রেজিস্টার্ড ইউজার কিনা। অর্থাৎ লগইন করার সময় ইউজার যে ইমেইল পাসওয়ার্ড দেয় সেই ইমেইল ওয়ালা কোনো ইউজার আমাদের ডাটাবেজ এ আছে কিনা সেটা চেক করার প্রসেস কে আমরা বলতেছি অথেনটিকেশন। একজন ইউজার কে authenticated হতে হলে তাকে অবশ্যই একাউন্ট খুলতে হবে।
যদি authenticated ইউজার হয় তাইলে আমরা কোন কোন পেজ এ অ্যাকসেস দিবো বা ওয়েবসাইট এর কোন কোন জিনিস গুলা এডিট ডিলিট বা মডিফাই করার অ্যাকসেস দিবো সেটাকে আমরা বলি authorization।