২১.৩ : প্রজেক্ট ডিসকাশন

আজকে আসো আমরা আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট এর কি কি কাজ আছে সেগুলা একটু আলোচনা করে ফেলি।

পেশেন্ট কি কি করতে পারবে :

১. একাউন্ট তৈরি করতে পারবে

২. লগইন করতে পারবে

৩. লগআউট করতে পারবে

৪. কোনো ডক্টর এর অ্যাপয়েনমেন্ট নিতে পারবে

৫. ডক্টর সার্চ করা, ফিল্টার করা কোনো ডক্টর কে রিভিউ দিতে পারবে

৬. তার প্রোফাইল আপডেট করতে পারবে আর সকল অ্যাপয়েনমেন্ট এর লিস্ট দেখতে পারবে

৭. পেশেন্ট চাইলে কোনো পেন্ডিং অ্যাপয়েনমেন্ট কে ক্যান্সেল করে দিতে পারবে

সো একজন পেশেন্ট চাইলে মাল্টিপল অ্যাপয়েনমেন্ট নিতে পারবে তাই পেশেন্ট এর সাথে অ্যাপয়েনমেন্ট এর সম্পর্ক one to many আর মাল্টিপল রিভিউ দিতে পারবে সো রিভিউ এর সাথেও one to many সম্পর্ক হবে।

ডক্টর কি কি করতে পারবে :

১. ডক্টর দের জন্যে আমরা আলাদা কোনো লগইন সিস্টেম রাখি নাই, তাদেরকে আমরা এডমিন প্যানেল এর অ্যাকসেস দিবো তারা সেখান থেকে সব দেখতে পারবে

২. একজন ডক্টর চাইলে কোনো অনলাইন পেন্ডিং অ্যাপয়েনমেন্ট কে running করে দিতে পারবে আর ওই পেশেন্ট এর কাছে একটা মেইল চলে যাবে

৩. নিজের অভাইলাবল টাইম সেটা করতে পারবে, নিজের specialization, ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারবে।

৪. যেহেতু একটা specialization এর under এ অনেক ডক্টর থাকতে পারে আবার একটা ডক্টর এর অনেকগুলা specialization থাকতে পারে সো তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে many to many

আরো কিছু ছোটো ফিচার যেমন contact us আর services পেজ আছে যেখানে কোনো পেশেন্ট বা নরমাল ইউজার আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন বা আমরা কি কি সার্ভিস দেই সেটা দেখতে পারবেন।

তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট এর টোটাল requirements। আমরা কোড করতে করতে বিষয় গুলা আরো ক্লিয়ার করে যাবো যে কার সাথে কার সম্পর্ক।

figma ফাইল লিংক : https://www.figma.com/file/j8TPquSA9huWfxCxdxsh4F/Doctor-Appointment?type=design&node-id=0-1&mode=design&t=z6z1r8uY8DDwj9ai-0

Last updated