৯.২ : অ্যাডমিন প্যানেল থেকে অথেন্টিকেশন , অথোরাইজেশন
আজকে আমরা দেখবো কিভাবে এডমিন প্যানেল থেকে অথেনটিকেশন, অথরাইজেশন এর কাজ করতে হয় । এখানে বেশ কয়েকটা টপিক নিয়ে আমরা জানার চেষ্টা করবো। একজন ইউজার আর মাল্টিপল কন্ডিশন থাকতে পারে। এডমিন প্যানেল থেকে Users থেকে যেকোনো একজন ইউজার এর উপর ক্লিক করলে নিচের জিনিস গুলা দেখতে পাবো আমরা।
Permissions:
১. Active: একজন ইউজার এর অ্যাকাউন্ট অ্যাক্টিভ মানে সেটা ইউজার ইউজ করেন, যদি সেটা এডমিন প্যানেল থেকে আনচেক থাকে তাইলে সেই অ্যাকাউন্ট টা ডিলিট করা হয়েছে এমন বোঝায়
২. Staff Status: এই স্ট্যাটাস টা যদি চেক মার্ক করা থাকে তার মানে ওই ইউজার টা এডমিন প্যানেল এ লগইন করতে পারবে
৩. Superuser status: চেক করা মানে হলো ওই ইউজার হলো একজন সুপার ইউজার যার সব ক্ষমতা আছে অর্থাৎ সে চাইলে এডমিন প্যানেল থেকে ডাটা এডিট, ডিলিট, আপডেট, ক্রিয়েট করতে পারবে, এককথায় সব ক্ষমতা তার থাকবে।
User permissions:
একজন ইউজার কে যদি staff স্ট্যাটাস এ চেক করা থাকে তাইলে সেই ইউজার এডমিন প্যানেল থেকে কোন কোন কাজ গুলা করতে পারবে সেগুলা এখানে ডিফাইন করে দিতে পারি আমরা। যেমন ধরো একজন ইউজার কে আমরা staff স্ট্যাটাস চেক করে দিয়ে তাকে কোনো গ্রুপ অ্যাড, ডিলিট, আপডেট করার পারমিশন দিলাম। তাইলে সেই ইউজার এডমিন প্যানেল এ লগইন করে জাস্ট সেই কাজ গুলাই করতে পারবে। এখন এই অ্যাকসেস গুলা শুধু মাত্র একজন সুপার ইউজার ই সবাইকে দিতে পারবে।নর্মাল ইউজার নিজেকে নিজে অ্যাকসেস দিতে পারবে না। তারপর সেভ বাটন এ ক্লিক করলেই চেঞ্জ গুলা সেভ হয়ে যাবে।
Last updated