৯.৩ : ফ্রন্টএন্ড পার্ট থেকে ইউজার তৈরী পার্ট ১
Previous৯.২ : অ্যাডমিন প্যানেল থেকে অথেন্টিকেশন , অথোরাইজেশন Next৯.৪ : ফ্রন্টএন্ড পার্ট থেকে ইউজার তৈরী পার্ট ২
Last updated
Last updated
আজকে আমরা জানবো কিভাবে একটা ইউজার তৈরি করতে পারি আমরা frontend থেকে। সেটার জন্যে django আমাদেরকে অলরেডি একটা ফরম দিয়ে দিয়েছে সেটা হচ্ছে UserCreationForm। এই ফরম এর মধ্যে first name,lastname, email, superuser স্ট্যাটাস সহ আরো অনেক ফিল্ড থাকে। আমাদের এত গুলা ফিল্ড লাগবে না , আমাদের জাস্ট
১. username
২. password
৩. Confirm password
৪. First name
৫. Last name
৬. Email
এইগুলা হইলেই হবে। সেটার জন্যে forms.py এ আমাদেরকে বলে দিয়ে আসতে হবে যে আমার কোন কোন ফিল্ড গুলা লাগবে। এখন তুমি যদি password এর কথা নাও বলে দাও তারপরও কোনো সমস্যা নাই কারন django জানে যে password ছাড়া ইউজার তৈরি করা যাবে না।