১০.৫ প্রোফাইল পেজ পার্ট ২
Last updated
Last updated
আজকে আমরা ইউজার এত পাসওয়ার্ড চেঞ্জ এর কাজ করবো। সেটার জন্যে আমাদেরকে passwordchange ফরম ইউজ করতে হবে। এখন একজন ইউজার যখন পাসওয়ার্ড চেঞ্জ করবে তখন সেটাকে hash করে ফেলবো আমরা অর্থাৎ সহজ ভাবে সিকিউরড ভাবে ডাটাবেজ এ সেভ করে ফেলবো যাতে কে সহজে পাসওয়ার্ড হ্যাক করতে না পারে, এডমিন নিজেও যেনো না পারে। নিচের কোড টা খেয়াল করো