মডিউল ৬-৩ঃ VS Code ও DB Browser-এ মডেলের ডাটা দেখা
Last updated
Last updated
এই মডিউলে আমরা db.sqlite3 ফাইলের মধ্যে Student টেবিল টি দেখব ।
এর জন্য বেশ কিছু টুলস দরকার হবে। VS Code -এ SQLite ও SQLite Viewer এক্সটেনশন দুইটি ইন্সটল করে ফেলি।
এখন, db.sqlite3 ফাইলটি SQLite Viewer দ্বারা ওপেন করলে নিচের মত ইন্টারফেস দেখতে পাব-
ইন্টারফেসে first_app_Student টেবিলটি দেখতে পাচ্ছি ।যদিও টেবিলটাতে ফিল্ডগুলোর জন্য কোনো ডাটা নেই, কেননা Student মডেলে কোনো ডাটা ইনসার্টই করা হয় নাই।
মডেলে ডাটা ইন্সার্ট আমরা কয়েকভাবে করতে পারি, সবচেয়ে বেশি যে উপায়ে কাজটা করবো তা হলো পাইথন কোডের মাধ্যমে। তাছাড়া , আরেকটি উপায় এখন শিখে নেই।
https://sqlitebrowser.org/dl/ লিংকে গিয়ে DB Browser For SQLite এ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করে নেই।
এ্যাপ্লিকেশনটি ওপেন করে Open Database ট্যাবের মাধ্যমে sixth_project-এ থাকা db.sqlite3 ফাইলটি ওপেন করি-
এর ফলে sixth_project এর ডেটাবেজের টেবিল গুলো দেখতে পাচ্ছি। টেবিলগুলোর মধ্যে first_app_Student ব্যাতিত বাকি সবগুলো জ্যাংগো প্রভাইড করেছে, first_app_Student টেবিলটি আমরা নিজেরা পাইথন মডেল ক্লাসের মাধ্যমে তৈরি করেছি। first_app_Student টেবিলটিতে রাইট ক্লিক করে Browse table আপশন সিলেক্ট করি।
এরপর, Inser a new record in current Table ট্যাবে ক্লিক করে টেবিলটিতে নতুন একটি রেকর্ড এ্যাড করি
এরপর , Write Changes ট্যাবে ক্লিক করে এ্যাড করা রেকর্ড ডেটাবেজে সেভ করে ফেলি
এখন VS Code থেকে db.sqlite3 ফাইলটি ওপেন করলে Student টেবিলে এ্যাড করা রেকর্ডটি দেখতে পাব