মডিউল ১৩_৪ঃ এডজেসেন্সি লিস্ট টু এডজেসেন্সি ম্যাট্রিক্স পার্ট-২
Previousমডিউল ১৩_৩ঃ এডজেসেন্সি লিস্ট টু এডজেসেন্সি ম্যাট্রিক্স পার্ট-১Nextমডিউল ১৩_৫ঃ এজ লিস্ট টু ম্যাট্রিক্স
Last updated
Last updated
এখন আমরা একটা weighted গ্রাফ এর লিস্টকে কিভাবে ম্যাট্রিক্স এ কনভার্ট করতে পারি সেটা দেখবো।
আগের মডিউলটা বুঝে থাকলে এইটি বুঝা খুবই সহজ। এখন আমাদের লিস্ট এ নোড এর সাথে weight ও দেওয়া থাকবে।
আমরা একটি ম্যাট্রিক্স রাখবো যার সারি এবং কলাম সংখ্যা উভয়ই হবে নোড সংখ্যার সমান। আর শুরুতে সকল এলিমেন্টে -1 রাখবো। আর শুধু যে এলিমেন্ট গুলোর সারি এবং কলাম সংখ্যা সমান তাদের 0 রাখবো। কারন তারা সেলফ নোড।
এবার আমরা প্রত্যেকটি নোড এর এডজেসেন্সি লিস্ট এ যাবো আর সেই লিস্ট এর প্রত্যেকটি ইনডেক্সের প্রথম ভ্যালু হচ্ছে ম্যাট্রিক্স এর সেই নোড ও সেকেন্ড ভ্যালু হচ্ছে সেই এজ এর কস্ট। তাহলে আমরা ম্যাট্রিক্স এর সেই সারি ও সেই কলামে ভ্যালু গুলো এসাইন করে দিব।