মডিউল ১৩_৮ঃ এডজেসেন্সি ম্যাট্রিক্স টু এজ লিস্ট
Last updated
Last updated
এখন আমরা দেখবো কিভাবে এডজেসেন্সি ম্যাট্রিক্স থেকে এজ লিস্ট এ কনভার্ট করা যায়।
এখন আমরা এজ গুলোকে রাখার জন্য একটা ভেক্টর অব পেয়ার নিব।
এখন ম্যাট্রিক্স এর প্রতি সেল এ যাবো এবং চেক করবো যে ওই সেল এর ভ্যালু ১ কিনা। যদি হয় সেই ক্ষেত্রে তাকে ভেক্টরে পুশ করে দিব। এই ক্ষেত্রে একটা কন্ডিশন ভুলে গেলে চলবে না। সেটি হচ্ছে যদি সারি ও কলাম নাম্বার সেইম হয় তাহলে সেটা সেলফ নোড বোঝায় সেটিকে পুশ করা যাবে না।
যদি weighted গ্রাফ থাকে সেই ক্ষেত্রে শুধু কন্ডিশনে একটু পরিবর্তন আসবে।
সেটি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা চেক করব ম্যাট্রিক্সের সেল এর ভ্যালু যদি ০ থেকে বড় হয় তাহলে পুশ করে দিব।